শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

অটোরিকশা গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের কেউ বেঁচে রইলেন না

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১১:১৩ এএম

শেয়ার করুন:

অটোরিকশা গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের কেউ বেঁচে রইলেন না
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার টঙ্গী কামারপাড়া রাজাবাড়ি এলাকার রিকশা গ্যারেজে বিস্ফোরণের ঘটনায় শাহীন মিয়া (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


চিকিৎসক জানিয়েছেন, শাহীন মিয়ার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। এনিয়ে গ্যারেজ বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। 

এর আগে শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের দক্ষিণ রাজাবাড়ীর গাজী মাজাহারুল ইসলামের ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজ একই সঙ্গে। সেখান হঠাৎ করে কয়েক দফা বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। পরে সবার সহযোগিতায় আধা ঘণ্টার বেশি সময় লেগেছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। এতে গ্যারেজ ও ভাঙারির দোকানের মালিক, অটোরিকশা চালকসহ ৮ জন দগ্ধ হয়েছিলেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল।

এমআইকে/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর