রাজধানীর উত্তরায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার রাজাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দগ্ধরা হলেন- মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. আলম মিয়া (২৩), মো. শাহিন (২৫), মো. শফিকুল (২৫), মো. আলামিন (৩৫) ও মো. মাসুম (৩৮)। এরমধ্যে মিজানের শরীরের ৬০ শতাংশ, আলম মিয়ার ৭০ শতাংশ এবং শাহিনের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তবে বাকি পাঁচজনের শরীরের কত অংশ দগ্ধ হয়েছে তা এখনও জানা যায়নি।
তুরাগ থানার ডিউটি অফিসার আসমা-উল-হুসনা ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, শনিবার দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে তুরাগ থানার একটি দল ঘটনাস্থলে যায়। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে বলেও জানান তুরাগ থানার এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা মেইলকে জানান, দুপুর আড়াইটা নাগাদ দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তাদের চিকিৎসা চলছে। এখনও চিকিৎসকরা বিস্তারিত কিছু জানাননি।
এমআইকে/জেবি/আইএইচ