শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ
ফাইল ছবি

বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া। আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকবে।

শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ অনুসরণ করে বিদেশিকর্মীদের নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করা হবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন গ্রহণ শুরু হবে। বিদেশিকর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগির ঘোষণা করা হবে বলেও জানায় দেশটি।

তবে ১৪ আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলোর কাজ ৩১ আগস্টের আগেই শেষ করা হবে বলে জানায় মানবসম্পদ মন্ত্রণালয়।

গত মার্চ মাসে কর্মসংস্থান (সংশোধন) আইন-২০২২ পাস করে মালয়েশিয়া। যেখানে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে ৯৮ দিনে বাড়ানো, গর্ভবতী কর্মীদের বরখাস্ত করার বিধিনিষেধ, সেইসঙ্গে বিবাহিত নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা মালয়েশিয়া শ্রমবাজার খোলার ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে বিভিন্ন জটিলতায় এখনও শ্রমিক পাঠানো শুরু করতে পারেনি বাংলাদেশ।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর