শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

চিপস-চায়ের প্যাকেটেও হেরোইন!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

চিপস-চায়ের প্যাকেটেও হেরোইন!

স্কুলব্যাগ, খাবারের প্যাকেট কিংবা পরিবহনে কৌশলে মাদক পাচারের কথা প্রায় সবারই জানা। তবে এবার মাদক পাচার করতে সাহিদা খাতুন (৫০) বেছে নিয়েছিলেন অভিনব কৌশল। গোপনে চিপস ও চায়ের প্যাকেটে ৫০০ গ্রাম হেরোইন ভরে নিয়ে যাচ্ছিলেন পাচারের উদ্দেশ্যে। তবে ভেস্তে গেছে সব পরিকল্পনা। গোপন তথ্যে মাদক পাচারের বিষয়টি জানতে পেরে হাতেনাতে সাহেদা খাতুনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৫ আগস্ট) র‌্যাব-১০ এর পরিচালক (মিডিয়া) এসপি এনায়েত করিম ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে হেরোইনসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: হাতে কোপ খেয়েও ছিনতাইকারীকে ধরল কলেজছাত্র

এসপি এনায়েত করিম জানিয়েছেন, ওই নারী অভিনব কায়দায় মাদক করতে চেয়েছিলেন। তবে আগাম তথ্য থাকায় র‌্যাব সদস্যরা তাকে ধরতে সক্ষম হয়।

Arrest


বিজ্ঞাপন


র‌্যাবের এই কর্মকর্তা জানান, সাহিদা কৌশলে চিপস ও চায়ের পাতার প্যাকেটে ভরে ৫০০ গ্রাম হেরোইন পাচার করছিলেন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। বেশ কিছুদিন ধরে এই অভিনব কায়দায় সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইন ছাড়াও অন্যান্য মাদক সরবরাহ করে আসছিলেন তিনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এসপি এনায়েত করিম।

এমআইকে/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর