বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১১:০৬ এএম

শেয়ার করুন:

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করলে ব্যবস্থা
নসরুল হামিদ (ফাইল ছবি)

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৫ আগস্ট) রাজধানীর বারিধারায় বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, সরকারি গাড়ির যত্রতত্র ব্যবহার করা হচ্ছে। এসব গাড়ি শুধু সরকারি কাজে ব্যবহার হবে। কেউ ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খনিগুলো থেকে অতিরিক্ত গ্যাস আহরণ সম্ভব নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের চাহিদা পূরণে বিকল্প অনেক দেশ থেকে গ্যাস ও তেল আমদানির চিন্তা করা হচ্ছে।

নসরুল হামিদ বলেন, জ্বালানিতে ৮ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে বিপিসি। জ্বালানি তেলের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার চিন্তা চলছে।

অফিস ও স্কুল-কলেজের সময় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী নসরুল।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর