শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

রানওয়েতে বিকল কাতার এয়ারওয়েজ, শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

রানওয়েতে বিকল কাতার এয়ারওয়েজ, শাহজালালে বিমান ওঠানামা বন্ধ
ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ হঠাৎ বিকল হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটটি রানওয়েতে অবতরণ নামে। এরপর ট্যাক্সিওয়েতে আসতে না পেরে সেটি রানওয়েতেই আটকে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটি রানওয়েতেই পড়ে ছিল। বিমানটি সরানোর চেষ্টা করছে বিমান কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলেন, বিমানবন্দরে অবতরণের পর বিমানটির ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। ফ্লাইটটি সরিয়ে দ্রুত বিমান ওঠানামার কাজ স্বাভাবিক করা চেষ্টা করা হচ্ছে।

রানওয়েতে বিমান বিকল হওয়ায় অন্য যেসব বিমান অবতরণের কথা ছিলে সেগুলো হোল্ডিংয়ে রাখা হয়েছে। রানওয়ে পরিষ্কার হলে সেগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হবে বলে জানান কামরুল ইসলাম।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর