সহকারী জজ প্রিলিমিনারি পরীক্ষার উত্তীর্ণ ৭৫০ জন
জ্যেষ্ঠ প্রতিবেদক

ফাইল ছবি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহকারী জজদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৭৫০ জন উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
গত শনিবার (৩০ জুলাই) সকাল ১১টায় প্রিলিমিনারি পরীক্ষা হয়। এক ঘণ্টার পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, (কাকরাইল) সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮ হাজার ৫৫৮ জন।
১৫তম জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষার প্রিলিতে উত্তীর্ণরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষায় পাস করলে ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর সহকারী জজ হিসেবে নিয়োগ পাবেন।
এআইএম/এমআর