বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

যুক্তরাষ্ট্রে নার্স পাঠানোর বড় স্কোপ আসছে: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে নার্স পাঠানোর বড় স্কোপ আসছে: মন্ত্রিপরিষদ সচিব
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ম্যানেজমেন্ট নার্স পাঠানোর বড় সুযোগ আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ মিলনায়তনে ‘প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।


বিজ্ঞাপন


গত ডিসেম্বরে নিউইয়র্ক ভ্রমণের কথা জানিয়ে তিনি বলেন, ‘সেখানে বিদেশি ইম্পলয়মেন্টের বিষয়ে বসেছিলাম কয়েকজনের সঙ্গে। চারজন বন্ধু, ছোট ভাই, কাজিনও ছিল। নিউইয়র্কে তাদের বিশাল অফিস আছে এটা প্রায় ২০ হাজার স্কয়ার ফুটের। এমন অফিস যুক্তরাষ্ট্রের আটটি প্রভিন্সে আছে। তারা হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট নিয়ে কাজ করে।’

বিদেশ গমনেচ্ছুদের সরকারি মাধ্যমে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমি আপনাদের বলব- সরকারের মাধ্যমে বিদেশে যান। সরকারি সহায়তা ছাড়া যারা বিদেশে যান, তাদের কি যে ভয়ংকর অবস্থা তা আমি দেখেছি। ইতালিতে কিছু মানুষকে দেখে হোটেলে আমি সারারাত কেঁদেছি। সরকারি মাধ্যমে হজেও যান কোনো চিটিং হবে না। হয়তো আপনাকে হাইফাইভাবে রাখতে পারবে না। মিনা ও হারাম শরিফের এক কিলোমিটারের মধ্যে রাখবে।’

আরও পড়ুন: তাইওয়ান ইস্যুতে সংযমের আহ্বান বাংলাদেশের


বিজ্ঞাপন


প্রাইভেট সেক্টরে গেলে বড় একটা ভোগান্তিতে পড়ার সম্ভাবনা থাকে জানিয়ে তিনি বলেন, ‘সরকারের মাধ্যমে গেলে সেটা থাকে না। যারা যাবেন তারা সরকারের মাধ্যমে বিদেশে যাবেন। প্রায় দেখি- ভুমধ্যসাগরে মারা যাচ্ছে, প্রায়ই আমরা এসব নিয়ে বিপদে পড়ি। সরকারের মাধ্যমে গেলে কিন্তু এসব বিপদগুলো হয় না। সরকারের মাধ্যমে গেলে এটা হয় না। অনেকে প্রাইভেটভাবে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে বিদেশে যান। সরকারের মাধ্যমে এই বিনিয়োগ করলে বিদেশে বেশি বেতন পাওয়া সম্ভব।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ বক্তব্য রাখেন।

টিএ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর