শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

দুবাইফেরত বিমানের ফ্লাইট থেকে কোটি টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

দুবাইফেরত বিমানের ফ্লাইট থেকে কোটি টাকার স্বর্ণ জব্দ
ছবি: সংগৃহীত

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। এ সময় মিজানুর রহমান নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৭টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিজানুর রহমান নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। 


বিজ্ঞাপন


মিজানুর রহমান চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন চুনতি খলিলুর পাড়ার আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে থানা ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে থানা ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের দায়িত্বরত কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে দেশে আসেন মিজানুর রহমান। পরে খবর পেয়ে আমরা মিজানুরকে গ্রিন চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তল্লাশি চালাই। এ সময় তার কাছ থেকে ১ কেজি স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ করা হয়। এছাড়া মিজানুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান শুল্ক বিভাগের এই কর্মকর্তা। 

এইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর