মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রেমের টানে ঢাকায় আমেরিকার যুবক, ধুমধামে বিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১১:১৩ পিএম

শেয়ার করুন:

প্রেমের টানে ঢাকায় আমেরিকার যুবক, ধুমধামে বিয়ে

এবার প্রেমের টানে সুদূর আমেরিকার মায়ামি থেকে ঢাকায় এসেছেন খ্রিস্টান যুবক রোডোল্ফো আন্তোনিও পেজ। পরে নিজ ধর্ম ত্যাগ করে বিয়ে করেছেন মুসলিম মেয়েকে।

শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর বাংলামোটর এলাকার গোল্ডেন চিমনি কমিউনিটি সেন্টারে মহা ধুমধামে তাদের বিবাহ সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


মুসলিম হয়ে রোডোল্ফো আন্তোনিও পেজ নাম রেখেছেন আহমাদ ফায়সাল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি শহরের বাসিন্দা। এদিকে কনে ফৌজিয়া হাসান অনন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার রামপুরায়। আর দাদার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইন্টারনেট মাধ্যমে ঢাবি শিক্ষার্থী ফৌজিয়া হাসান অনন্যার সঙ্গে রোডোল্ফো আন্তোনিও পেজের সম্পর্ক তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামিতে বাবা রোডোল্ফো পেজ এবং মা ভিওনেট্টি পেজের সঙ্গে থাকেন তিনি। তারা সবাই ইতালি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

Marriage

এ বিষয়ে অনন্যার বাবা মো. মাহমুদুল হাসান ঢাকা মেইলকে বলেন, ‘এই বিয়েতে আমরা অনেক খুশি। আমদের মেয়ে সুখে থাকলেই আমরা সুখে থাকব।


বিজ্ঞাপন


মাহমুদুল হাসান জানান, প্রথম দিকে আমাদের এই বিয়েতে আপত্তি ছিল। পরে ছেলে মুসলিম হতে চাইলে আমরা রাজি হয়ে যাই।

বিয়েতে কাবিন করা হয়েছে ২০ লাখ টাকা। এছাড়া ছেলে আগামী ৬ আগস্ট ঢাকা ত্যাগ করবেন। তবে সে আগামী ছয় মাসের মধ্যে অনন্যাকে তার নিজ দেশে নিয়ে যাবে বলেও জানিয়েছে কনের পরিবার।

টিএই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর