নতুন ভাড়া নির্ধারণের পর সব গণপরিবহনে একাধিক জায়গায় তালিকা টানানোর কথা। কিন্তু সম্প্রতি রাজধানীর বেশিরভাগ গাড়ি থেকে ভাড়ার তালিকা তুলে ফেলা হয়েছে। এসব গাড়ির বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)।
সোমবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর একাধিক পয়েন্টে অভিযান চালিয়েছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসব অভিযানে দুই হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযানে বেশিরভাগ বাসে ভাড়া বেশি নেওয়া, ওয়েবিলের নামে বাড়তি টাকা নেওয়া, গাড়িতে ভাড়ার তালিকা না থাকার কারণেই বেশি জরিমানা দিতে গেছে।
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) নতুন করে গণপরিবহনের ভাড়া নির্ধারণ করে দেয়। নিয়ম অনুযায়ী রাজধানীসহ সারাদেশে চলা গণপরিবহনে একাধিক জায়গায় ভাড়ার তালিকা প্রদর্শনের কথা। কিন্তু শুরুতে সব ঠিকঠাক থাকলেও সম্প্রতি রাজধানীর বেশিরভাগ গাড়ির শ্রমিকরা ভাড়ার চার্ট তুলে ফেলে বাস চালাচ্ছেন। এবার এর বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে বিআরটিএ।
রাজধানীর রমনা পার্কের পাশে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন।
সরেজমিন দেখা গেছে, একের পর এক গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বিআরটিএর কর্মী দিয়ে গাড়িতে আসন সংখ্যা বেশি আছে কি না, লুকিং গ্লাস ঠিক আছে কি না সেগুলো দেখানো হচ্ছে। এছাড়া ভাড়ার তালিকা গ্লাসে লাগানো আছে কি না তাও যাচাই করে দেখা হয় অভিযানের সময়।
বিজ্ঞাপন

এসময় বেশিরভাগ গাড়িতে ভাড়ার তালিকা পাওয়া যায়নি। না থাকার জন্য অবশ্য পরিবহন শ্রমিকদের নানা অজুহাত দিতে দেখা গেছে।
শ্রমিকরা কেউ বলেন, বৃষ্টির কারণে তালিকা নষ্ট হয়ে গেছে। কেউ আবার বলেন, যাত্রীরা তুলে ফেলছেন।
তবে কিছু চালক ও সহকারীর অভিযোগ, মালিকদের কারণে তারা বাসের ভাড়ার তালিকা তুলে ফেলতে বাধ্য হচ্ছেন।
বিহঙ্গ পরিবহনের একজন চালক ম্যাজিস্ট্রেটের প্রশ্নের জবাবে বলেন, 'মালিকরা ওয়েবিল ধরে আমাদের থেকে ভাড়ার টাকা বুঝে নেয়। তালিকায় তো কিলোমিটার ধরে ধরে ভাড়া লেখা। এজন্য তালিকা উঠাইয়া ফেলছি।'
পরে বিহঙ্গ পরিবহনের বাসটিকে একাধিক অভিযোগে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এসময় সাভার পরিবহনের একটি গাড়িতে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন ঢাকা মেইলকে বলেন, ‘অন্তত বাসের ভেতরে গ্লাসে ছয় জায়গায় ভাড়ার তালিকা থাকার কথা। কিন্তু এদের একটা বাসেও তালিকা নেই। আমরা এ ব্যাপারে আরও কঠোর হবো। সবাইকে অবশ্যই চার্ট রাখতে হবে।’
বাড়তি ভাড়ার বিষয়ে তিনি বলেন, ‘যাত্রীদের অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেকে হয়তো না জেনে ভাড়া দেন। ফলে বেশি ভাড়া নেওয়ার সুযোগ পায় অসাধু লোকজন। আমরা কাউকে ছাড় দিচ্ছি না।’
বিইউ/জেবি

