ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন পরারাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
তিনি বলেছেন, অত্যন্ত ভালো মানুষ ও সাদা মনের মানুষ ছিলেন ফজলে রাব্বী। মানুষের উপকার করতে সবসময় একাগ্র ছিলেন। আমার সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল তার। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৫ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে প্রয়াত ফজলে রাব্বীর জানাজা শুরুর আগে এমন মন্তব্য করেন তিনি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান ফজলে রাব্বী মিয়া। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুর তিন দিন পর সোমবার সকালে তার মরদেহ দেশে আসে। এখন মরদেহ নেওয়া হয়েছে জাতীয় ঈদগাহে। সেখানে জানাজার পর সর্বস্তরের মানুষ তার মরদেহ শ্রদ্ধা জানাবেন। এরপর গ্রামের বাড়ি গাইবান্ধায় সাঘাটায় মরদেহ দাফনের জন্য নেওয়া হবে।
জাতীয় ঈদগাহের জানাজায় অংশ নিতে ১০টার পরই আসেন অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও। সেখানে দীর্ঘদিনের সহকর্মীকে হারানোর কষ্টের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
বিজ্ঞাপন
ফজলে রাব্বীকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে ফজলে রাব্বীর বিশেষ সম্পর্ক ছিল। আমেরিকায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন আমি তার সঙ্গে দেখা করেছিলাম। তিনি ফিরে এসে আমাদের সঙ্গে কাজ করবেন বলে আমি আশাবাদী ছিলাম। কিন্তু তিনি আর ফিরে আসেননি।
এ সময় মন্ত্রী মরহুমের মাগফিরাত কামনা করেন।
এমআর

