রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কনসার্ট ফর বাংলাদেশ বিশ্বকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

কনসার্ট ফর বাংলাদেশ বিশ্বকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করে
ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় আয়োজিত দাতব্য অনুষ্ঠান ‘কনসার্ট ফর বাংলাদেশ’ যুদ্ধের বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিশ্বব্যাপী খবর ছড়িয়ে দিতে সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অবলম্বনে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, সাংবাদিক শামীম আল আমিন নির্মিত প্রামাণ্যচিত্র ‘একটি দেশের জন্য গান’ ঢাকায় প্রথমবারের মতো  প্রদর্শনী উপলক্ষে ’ফ্রেন্ডস অফ ফ্রিডম’ এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান অভিনেতা, সাবেক সংস্কৃতি মন্ত্রী ও সংসদ সদস্য এবং এই প্রামাণ্যচিত্রে ভোকালিস্ট আসাদুজ্জামান নূর; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, একাত্তর টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। 

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, খ্যাতিমান লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, লেখক, গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল। লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্রটির নির্মাতা শামীম আল আমিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

আব্দুল মোমেন বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক বিদেশি নাগরিক ও তাদের দেশ, আমাদের সমর্থন করে এবং আর্থিক সহায়তা দেয়। এ রকম একটি ব্যতিক্রমী উদাহরণ ছিল ১৯৭১ সালে নিউইয়র্কে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এতে ৪০ হাজার দর্শক অংশগ্রহণ করেন। এই কনসার্ট বিশ্বের কাছে বাংলাদেশের নাম ছড়িয়ে দেয় এবং মানুষ প্রকৃত পরিস্থিতি জানতে পারে।


বিজ্ঞাপন


ড. মোমেন বলেন, ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে, বিশ্ববিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর ও ব্রিটিশ গায়ক-গীতিকার ও আইকনিক ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’ এর লিড গিটারিস্ট জর্জ হ্যারিসনের যৌথ উদ্যোগে এই কনসার্টটি অনুষ্ঠিত হয়।

‘একটি দেশের জন্য গান’ প্রামাণ্যচিত্রে এটিকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রীআব্দুল মোমেন। তিনি বলেন, এই একটি বিশেষ কনসার্টের কারণে যুদ্ধের আসল ভয়াবহ চিত্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এমনকি এখনও আমেরিকার রাস্তায় ‘বাংলাদেশ’ গানটি শোনা যায়। এই কনসার্টের পর বহু দেশ বাংলাদেশকে সমর্থন করতে শুরু করে। আমাদের বিদেশি বন্ধু ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থনে কাজ করা প্রবাসীদের সহযোগিতায় আমরা একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু করি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কাজ আরও বেশি বেশি হওয়া প্রয়োজন এবং এ কাজে তরুণদেরই বিশেষভাবে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি প্রবাসীদের ভূয়সি প্রশংসা করেন। 

ড. মোমেন আরও বলেন, চমৎকার এই কাজটির জন্য শামীম আল আমিনকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা দরকার। বিটিভিসহ অন্যান্য টেলিভিশন, দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রামাণ্যচিত্রটি বেশি করে দেখানোর উপর তিনি গুরুত্ব দেন।

প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূরের ধারাভাষ্যে, এই প্রামাণ্যচিত্রে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ কনসার্টের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিক সাক্ষাৎকার রয়েছে।

/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর