বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাজধানীতে ৮টায় বন্ধ মার্কেট, খোলা মহল্লার দোকান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ৮টায় বন্ধ মার্কেট, খোলা মহল্লার দোকান 

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে সারাদেশে রাত ৮টার পর দোকান, বিপণি-বিতান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদের পর সরকারের ঘোষণার প্রথম দিন ছিল আজ। সরকারের কঠোর নির্দেশনার প্রথম দিনে রাত ৮টার পরপরই রাজধানীর রাস্তার পাশের অধিকাংশ মার্কেট বন্ধ দেখা গেছে। তবে পাড়া-মহল্লা এলাকার চিত্র ছিল ভিন্ন। বিভিন্ন মহল্লা এলাকার অধিকাংশ দোকানপাট খোলা ছিল রাত ১০টা পর্যন্ত।

মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর মতিঝিল, মগবাজার, মৌচাক, মালিবাগ, খিলগাঁও, এলাকা ঘুরে দেখা গেছে রাত ৮টা বাজতেই মার্কেট দোকান-পাট বন্ধ করতে দেখা যায়। সাড়ে আটটার মধ্যেই প্রধান সড়কের সাথে থাকা প্রত্যেকটি মার্কেট এলাকা অন্ধাকার হয়ে যায়।


বিজ্ঞাপন


এদিকে রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ থেকে বড় মসজিদ রোড এলাকায়  ঘুরে দেখা যায় অধিকাংশ দোকান খোলা ছিল। প্রধান সড়কের কাছাকাছি দু-একটা দোকান অর্ধেক সার্টার বন্ধ করে রাখলেও এই রোডে যত মহল্লার দিকে এগুতে থাকে ততো বেশি দোকানপাট খোলা দেখা যায়। রাত ৮টার দোকান বন্ধ রাখার নির্দেশনার পরও খোলা রাখার বিষয়ে এক দোকানদারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ‘দেখতেছেন তো, সবাই দোকান খোলা রেখেছে, এই কিছুক্ষণের মধ্যেই বন্ধ করতেছি।’ 

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ রাত ৮টার পর শপিং মল ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সরকার। এই সিদ্ধান্ত অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ-সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (১৮ জুলাই) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১৯ জুলাই থেকে এলাকাভিত্তিক লোডশেডিং, দিনে এক-দুই ঘণ্টা লোডশেডিং, ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প, রাত আটটার পর শপিং মল বন্ধ, সরকারি-বেসরকারি সভা হবে ভার্চুয়ালি এবং অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমানো।


বিজ্ঞাপন


dhaka

এর আগে গত ২০ জুন থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণিবিতান, মার্কেট ও মুদি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ১৯ জুন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় রাত ৮টার পরিবর্তে ১০টা করে সরকার। ১০ জুলাইয়ের পর আবার রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের কথা জানানো হয়।

টিএই/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর