বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঈদ শেষে ঢাকায় ফিরেছে ৭৪ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

ঈদ শেষে ঢাকায় ফিরেছে ৭৪ লাখ মানুষ

ঈদ শেষে গত সাত দিনে ঢাকায় ফিরেছেন ৭৪ লাখ ১৫ হাজার ৯৯৬ জন। আজ রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন। ঢাকা ছেড়ে যাওয়া ও ফেরত আসা মানুষের মোবাইল অপারেটরের তথ্যভাণ্ডার এবং কলপ্রবণতা বিশ্লেষণ করে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, গতকাল শনিবার সবচেয়ে বেশি ২৩ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেছেন। গত সাত দিনে ঢাকায় আসা মানুষের মধ্যে গ্রামীণফোনের ৩২ লাখ ৩০ হাজার, রবির ১৮ লাখ ৪৫ হাজার, বাংলালিংকের ২২ লাখ ১৩ হাজার এবং টেলিটকের এক লাখ ২৬ হাজার গ্রাহক রয়েছেন।


বিজ্ঞাপন


এর আগে গত ৮ থেকে ১১ জুলাই ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় গিয়েছেন ৭৮ লাখ ৮৭ হাজার মানুষ। তাদের মধ্যে গ্রামীণফোনের প্রায় ৪০ লাখ গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময় রবির ১৮ লাখ ৫৫ হাজার, বাংলালিংকের ১৮ লাখ ৫৫ হাজার এবং টেলিটকের এক লাখ ৯০ হাজার গ্রাহক ঢাকার বাইরে গেছেন।

তবে, সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ, অনেকেই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকে একাধিক সিম ব্যবহার করেন।

একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর