মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

৪৮ ঘণ্টার মধ্যে বকেয়া পরিশোধ না হলে ‘জনকণ্ঠ ভবন’ ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

H
বকেয়া বেতনের দাবিতে জনকণ্ঠ ভবনের সামনে প্রতিষ্ঠানটির কর্মীদের মানববন্ধন।

দীর্ঘদিনের বকেয়া বেতন ও ভাতা অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে দৈনিক জনকণ্ঠ ও গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার অভিযোগ তুলে তাদের হুঁশিয়ারি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাওনা পরিশোধ করা না হলে জনকণ্ঠ ভবন ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জনকণ্ঠ ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়।

‎মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে প্রতিষ্ঠানটির শতাধিক সাবেক ও বর্তমান সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। 

কর্মসূচিতে বক্তারা বলেন, বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা প্রথমবার গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বরাবর ২০২৪ সালের ৫ জানুয়ারি চিঠি দেন। এরপর প্রথমে ২০২৪ সালের ১ অক্টোবর এরপর ১৩ নভেম্বর (তথ্য উপদেষ্টার কাছে) এবং ২০২৫ সালের ২ মার্চসহ একাধিকবার নির্দিষ্ট সময় বেঁধে চিঠি দেওয়া হলেও মালিকপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

‎বক্তারা আরও বলেন, ‘প্রতিষ্ঠান বাঁচুক, আমরাও বাঁচি’- এই চেতনা থেকে তারা বিপুল পরিমাণ ন্যায্য পাওনা ছাড় দিয়ে মালিকপক্ষের মনোনীত প্রতিনিধির সঙ্গে সমঝোতায় পৌঁছেছিলেন। কিন্তু সেই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মালিকপক্ষ প্রতারণা করেছে। হাতেগোনা কয়েকজনকে চেক দেওয়া হলেও অনেক ক্ষেত্রে চেক নগদায়নে বাধা সৃষ্টি করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

‎আরও জানান, সর্বশেষ গত বছরের ৩১ আগস্ট আবারও চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে সব পাওনা পরিশোধের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। সে সময় জনকণ্ঠের মালিক শামীমা এ খান দ্রুত পাওনা পরিশোধের আশ্বাস দিলেও চার মাস পার হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি।

‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা হলে জনকণ্ঠ ভবন ঘেরাও এবং মালিকের বাসভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একইসঙ্গে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের নির্বাহী পরিচালক জাকির হোসেনের অপসারণ দাবি করেন তারা। বক্তাদের মতে, বর্তমান ব্যবস্থাপনার ব্যর্থতার কারণেই কর্মীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

‎কর্মসূচিতে বক্তব্য দে বিশিষ্ট সাংবাদিক ও কবি নাসির আহমেদ, দৈনিক জনকণ্ঠের সাবেক ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, সাবেক বিজনেস ইনচার্জ রহিম শেখ এবং গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের সাবেক উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।

‎বক্তারা বলেন, সমাজের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কথা বলা গণমাধ্যমকর্মীরা আজ নিজেদের ন্যায্য পাওনা আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হলে এই লড়াই আরও জোরদার করা হবে। 


বিজ্ঞাপন


শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতার জন্য তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ধন্যবাদ জানান।

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর