মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভোটে শৃঙ্খলা বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

ভোটে নজর রাখবেন দেশি-বিদেশি ৫৬ হাজার পর্যবেক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন বিকেল ও শেষ সময়ে ভোটারদের ভিড় বাড়তে পারে—এমন আশঙ্কায় উদ্ভূত পরিস্থিতির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এমন নির্দেশনা ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন পাঠিয়েছেন।
 
ইসির নির্দেশনামূলক চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন অপরাহ্নের দিকে বেশি সংখ্যক ভোটার ভোটদানের জন্য জমায়েত হতে পারেন। শেষ মুহূর্তে যাতে ভোটারগণ সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারেন, সেজন্য দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনাক্রমে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
 
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
এমএইচএইচ/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর