মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পাটওয়ারীর ওপর হামলার স্থলে বাড়তি পুলিশ মোতায়েন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

police
হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে বাড়তি পুলিশ মোতায়েন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার পর হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি গোলাম ফারুক। 


বিজ্ঞাপন


তবে তিনি ঢাকা মেইলকে বলেন, ‘পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় নয়, এটি একটি রুটিন ওয়ার্ক। প্রতিদিনই এমন পুলিশ মোতায়েন করা হয়।’ 

যদিও পাটওয়ারীর ওপর হামলার আগে হাবীবুল্লাহ বাহারের সামনে কোনো পুলিশ মোতায়েন ছিল না। আগে থেকেই সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। 

এদিন দুপুরে সেখানে জনসংযোগ করতে যান ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় তাকে ডিম নিক্ষেপের পাশাপাশি তার ওপর হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনার পর বিকেলে সংবাদ সম্মেলনে পাটওয়ারী অভিযোগ করেছেন, ‘এই হামলায় মির্জা আব্বাসের ভাগিনা জড়িত। তিনি নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে হামলা হয়েছে। তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আব্বাসের পদত্যাগও দাবি করেন। 


বিজ্ঞাপন


তার আগে দুপুরে হামলার শিকার হওয়ার পর পাটওয়ারী বলেন, ‘আজকে আমার ওপরে ডিম ছুঁড়েছে। অ্যাটাক করেছে। আমরা আশা করব যে, এমন বাংলাদেশ চাই না। আমরা সুষ্ঠ নির্বাচন চাই। হারার ভয়ে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা।’

মির্জা আব্বাসের উদ্দেশে বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের মাঠে যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে জনগণকে বলব, ১২ তারিখে ‘হ্যাঁ’ ভোটে রায় দিন। শাপলা কলিতে ভোট দিয়ে আপনারা জনগণের পক্ষে গণজোয়ার করে নতুন নামে বাংলাদেশ গঠন করুন।’

তিনি আরও বলেন, ‘হাবীবুল্লাহ বাহারে দলীয় গুণ্ডাদের কলেজ থেকে বের করে দেওয়ার জন্য প্রশাসনকে বলব। সারা বাংলাদেশে বিএনপি, যুবদল, ছাত্রদলের যেসব গুণ্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে আপনারা সবাই রুখে দাড়ান।’

পাটওয়ারী আরও বলেন, ‘জয় আমাদের হবেই। আমি জনগণের কাছে বিচার রাখলাম। আমি কিচ্ছু বলব না। আমি বাংলাদেশের মানুষের সামনে বিচার রাখলাম। জনগনের সামনে বিচার রাখলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট।’
 
এমআইকে/এএইচ  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর