মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রাজধানীতে একদিনে ট্রাফিক আইনে ডিএমপির ১৫৮৬ মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

DMP

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৮৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।


বিজ্ঞাপন


ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ১১৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩ টি বাস, ৬ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৯০ টি মোটরসাইকেলসহ মোট ১২৮ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩ টি বাস, ৬ টি ট্রাক, ১৮ টি ক্যাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ১৩৬ টি মোটরসাইকেলসহ মোট ২৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬ টি বাস, ১৭ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৭ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ১০০ টি মোটরসাইকেলসহ মোট ১৮৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩ টি বাস, ১১ টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ৩৬৬ টি মোটরসাইকেলসহ মোট ৫৩০ টি মামলা হয়েছে।


বিজ্ঞাপন


ট্রাফিক-উত্তরা বিভাগে ৪ টি বাস, ৫ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২৭ সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ১৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২ টি বাস, ১টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১ টি  সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৪৯টি গাড়ি ডাম্পিং ও ১৫১ টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় তাদের  অভিযান অব্যাহত থাকবে।
 
এমআইকে/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর