ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার পর কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি কার্যালয়ের সামনে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বিএনপি নেতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় বিএনপি নেতার পেটের এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, বিএনপি নেতা হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে অজ্ঞাত ব্যক্তিরা তাকে গুলি করে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। রাতে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনী কাজ শেষে একই এলাকায় একটি ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র দুইজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা এই গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একেএস/এআর

