‘আমি চাই না একজনই বারবার দেশ চালাক। দীর্ঘদিন এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকলে জবাবদিহি কমে, অপরাধ বেড়ে যায়। গণভোটে সিদ্ধান্ত হয়েছে, একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা ভালো। তবে আমি চাই, একজন যেন একবারই প্রধানমন্ত্রী থাকে।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) গণভোট নিয়ে জানতে চাইলে ঢাকা মেইলকে এভাবেই নিজের অভিব্যক্তি জানান আব্দুর রশিদ নামে ঢাকার এক রিকশাচালক।
বিজ্ঞাপন
ঢাকা মেইলকে তিনি আরও বলেন, ‘একজন একবারই প্রধানমন্ত্রী হলে নতুন নতুন নেতা তৈরি হতে পারবে। নতুন মানুষ এলে নতুন চিন্তা আসবে, দেশ চালাবে বিভিন্ন রকম ভাবে। একেকজন একেক বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করবে, এতে উন্নয়ন বেশি হবে। আমি চাই দেশ চলুক জনগণের ইচ্ছায়, কোনো একজন ব্যক্তির ইচ্ছায় নয়।’
নাম প্রকাশ না করার শর্তে আরেক রিকশাচালক ঢাকা মেইলকে বলেন, ‘গণভোটের বিষয়টা আমি গুরুত্ব দিয়েই দেখছি। দেশের যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, সেটার প্রভাব শুধু আজ নয়, ভবিষ্যতেও পড়বে। আমি চাই না এমন কোনো সিদ্ধান্ত হোক, যেখানে আমাদের মতামত নেওয়া হবে না। সবাই আমার মতের সঙ্গে একমত নাও হতে পারে, তবু নিজের অবস্থান জানানোর অধিকারটা ব্যবহার করতে চাই। এ কারণেই আমি গণভোটে অংশ নেওয়ার পক্ষে।’
তিনি আরও বলেন, ‘আমি ভোট দেব মূলত পরিবর্তনের আশায়। অনেক সময় আমরা অভিযোগ করি, কিছুই বদলায় না। কিন্তু যখন মত প্রকাশের সুযোগ আসে, তখন অনেকে আর আগ্রহ দেখায় না। গণভোট সেই সুযোগ, যেখানে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলা যায়। আমি মনে করি, যদি পরিবর্তন দরকার হয়, তাহলে সেটা জানাতে হবে ভোটের মাধ্যমেই।’
বিজ্ঞাপন

সুজন মিয়া নামে আরেক রিকশাচালক বলেন, ‘সত্যি বলতে আমি পুরো বিষয়টা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। নানা জায়গা থেকে নানা কথা শোনা যাচ্ছে। তারপরও আমি ভোট দিতে চাই। কারণ ভোট না দিলে নিজের মতামত দেওয়ার সুযোগটাই নষ্ট হবে।’
তিনি আরও বলেন, ‘আমি আগে সব কিছু জানার চেষ্টা করব, তারপর সিদ্ধান্ত নেব। গণভোটে অংশ নেওয়াটা আমার কাছে দায়িত্বের জায়গা। বুঝে-শুনে ভোট দেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি।’
এম/এএইচ

