মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভোটের মাঠে কে থাকছেন কে সরছেন, জানা যাবে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

EC
নির্বাচন কমিশন। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে কারা থাকছেন আর কারা সরে যাচ্ছেন— সে চিত্র পরিষ্কার হবে মঙ্গলবার (২০ জানুয়ারি)। 

এদিন প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় থাকায় রাজনৈতিক দলগুলোকে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তাদের জানাতে হবে। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের জন্যও থাকছে সরে দাঁড়ানোর শেষ সুযোগ।


বিজ্ঞাপন


সোমবার (১৯ জানুয়ারি) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি কর্মকর্তা জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত। এসময়ের মধ্যে যারা নির্বাচন থেকে সরে দাঁড়াত চান, তারা সরে দাঁড়াতে পারবেন। এছাড়া কোনো আসনে কোনো দলের একাধিক প্রার্থী থাকলে রিটার্নিং কর্মকর্তাকে চূড়ান্ত দলীয় প্রার্থীর নাম জানাতে হবে। এরপরই জানা যাবে ভোটের মাঠে কারা থাকছেন।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। 

৩০০ আসনে বৈধ প্র্র্থাী থাকে ১৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেছেন। আপিলকারীদের মধ্যে ১০ জানুয়ারি থেকে রোববার টানা ৯ দিনে শুনানিতে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ২ হাজার ২৫৩ জন।


বিজ্ঞাপন


নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। 

এরপর নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর