মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সিইসির সঙ্গে বৈঠকে আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

সিইসির সঙ্গে বৈঠকে আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (১৯ জানুয়ারি) সোয়া পাঁচটায় নির্বাচন কমিশন ভবনের সিইসির দফতরে এই বৈঠক শুরু হয়।


বিজ্ঞাপন


সিইসির দফতর সূত্র জানায়, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর