মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

প্রশিক্ষণকালে গুলিবিদ্ধ কনস্টেবলকে ঢাকা মেডিকেলে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

DMC

‎টাঙ্গাইল জেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) প্রশিক্ষণকালে ফায়ারিং বাটে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হওয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) মো. মাসুমকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। 

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি  করা হয়েছে।


বিজ্ঞাপন


চিকিৎসকদের বরাতে পুলিশ জানায়, ঢামেকে চিকিৎসাধীন টিআরসি মাসুমের অবস্থা ‘আশঙ্কাজনক’।

‎ সোমবার (১৯ জানুয়ারি) সকালে প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হোন টিআরসি মাসুম। আহত অবস্থায় তাকে প্রথমে টাঙ্গাইল হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য র‍্যাবের হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মারুফ আব্দুল্লাহ এবং এসআই তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ফায়ারিং বাটে পরীক্ষা চলাকালীন হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি মো. মাসুমের পিঠের বাম পাশের কাঁধে বিদ্ধ হয়।


বিজ্ঞাপন


‎একেএস/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর