আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য গঠিত আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য দুজন কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৯ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
এ সংক্রান্ত চিঠি বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহকে সভাপতি করে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম সম্পাদনের জন্য একটি সেল গঠন করা হয়েছে। এই সেলে দায়িত্ব পালনের জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত দুজনকে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলো।
কর্মকর্তারা হলেন- চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উপ-পরিচালক মো.মামুন অর রশিদ এবং ইসির সিনিয়র সহকারী সচিব (চলতি দায়িত্ব) আরাফাত আরা।
কর্মকর্তাদের যে দায়িত্ব পালন করতে হবে
সমন্বয় সেলে উপস্থিত থেকে তথ্য উপাত্ত সংগ্রহ; মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সঙ্গে তথ্য সমুন্বয় করা; প্রাপ্ত তথ্য-উপাত্ত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে প্রকাশযোগ্য তথ্যাদি গণমাধ্যমে প্রকাশের ব্যবস্থা গ্রহণ।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এএইচ

