রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে জুলাই আন্দোলনের লক্ষ্য পূরণ হবে: রিজওয়ানা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে জুলাই আন্দোলনের লক্ষ্য পূরণ হবে: রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে যদি ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়, তাহলে জুলাই আন্দোলনের লক্ষ্য পূরণ হবে ও পরবর্তী সময়ে মানুষের মধ্যে তৈরি হওয়া আশা-আকাঙ্ক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবর্তন আনতে হলে একই ব্যবস্থা, একই আইন-কানুন, একই মানুষ রেখে পরিবর্তন সম্ভব নয়। তাই পরিবর্তন আনার জন্য সরকার বিভিন্ন সংস্কার কমিশন করেছে। এর মধ্যে ছয়টি কমিশন সরাসরি ভোটের সঙ্গে যুক্ত এবং ক্ষমতার ভারসাম্যের সঙ্গে জড়িত। তাদের সুপারিশগুলো নিয়ে দিন দিন সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করা হয়েছে। দেশকে টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এখন থেকেই সবাই চিন্তা-ভাবনা শুরু করুন কাকে ভোট দেবেন। যত বাধাই আসুক না কেন, সব বাধা মোকাবিলায় সরকার প্রস্তুত। 

দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত হয়ে একটি গণঅভ্যুত্থান হয়েছিল উল্লেখ করে উপদেষ্টা রিজওয়ানা বলেন, সেই গণঅভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল পরিবর্তন। কোটা সংস্কার দিয়ে শুরু হলেও পরে ছাত্র-জনতা রাষ্ট্রীয় অত্যাচার ও বর্বরতার মুখোমুখি হয়। তখন থেকেই পরিবর্তনের দাবি জোরালো হয়। সেই দাবির প্রেক্ষিতেই গণঅভ্যুত্থান ঘটে এবং সরকার পরিবর্তন হয়। পরে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই তিনটি বড় এজেন্ডা নিয়ে কাজ শুরু করা হয়েছে। এগুলো হলো সংস্কার, বিচার ও নির্বাচন। পরবর্তী সময়ে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক দলগুলোর মতামত যাচাই-বাছাই করে জুলাই সনদ প্রস্তুত করা হয়। দীর্ঘ পর্যালোচনার পর সেই সনদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গণভোটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। গণভোটে যদি হ্যাঁ ভোটের জয় হয়, তাহলে জুলাইয়ের পরিবর্তনের লক্ষ্য ও পরবর্তী সময়ে মানুষের মধ্যে তৈরি হওয়া আশা-আকাঙ্ক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।


বিজ্ঞাপন


পরে তিনি শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী এবং বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুই দিনের সফরে নীলফামারী ও রংপুর জেলায় অবস্থান করছেন। সফরের দ্বিতীয় দিনে আজ সোমবার সকাল ৯টায় তিনি তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করবেন। পরে দুপুর আড়াইটায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণভোট কার্যক্রমের র‍্যালিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর