শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ইসির বিশেষ বিবেচনায় প্রার্থিতা ফিরে পেলেন উপজাতি স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

Tripura

নির্বাচন কমিশনের (ইসি) বিশেষ বিবেচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা।

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল আবেদনের শুনানি শেষে তার প্রার্থিতা ফিরিয়ে দেয় ইস।


বিজ্ঞাপন


ইসি কর্মকর্তা জানান, পার্বত্য এলাকায় হওয়ায় ওই আসনের মোট ভোটারে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা অনেক কষ্টের। তার উপর ওই আসনে একজন মাত্র নারী প্রার্থী। এ কারণে ভোটার সমর্থনের ৮৭ শতাংশ কম থাকলেও কমিশন নিজস্ব ক্ষমতায় বিশেষ বিবেচনায় তার প্রার্থিতা বৈধ করেছে।

জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিরুনা ত্রিপুরার ভোটার সমর্থন দেখানোর কথা ছিল ৪ হাজার ৭৪১ জন। কিন্তু ৬১৩ জন ভোটার সমর্থকের স্বাক্ষর জমা দিয়েছিলেন। বিরাট সংখ্যক ভোটার সমর্থনের ঘাটতি থাকার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। অবশেষে ইসিতে ‘বিশেষ বিবেচনায়’ তিনি প্রার্থিতা ফিরে পেলেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিরুনা ত্রিপুরা বলেন, ‘পাহাড়ি এলাকা হওয়ায় এতো সংখ্যক মানুষের সমর্থনসূচক স্বাক্ষর নেওয়ার জন্য যে সময়ের প্রয়োজন, সেটা পাইনি। তবে বাছাইয়ের সময় সমর্থককদের নিয়ে যাওয়ার পরও লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময় শেষ হয়ে যায়। ফলে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করে দেন। 

তিনি বলেন, ‘আমার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের হিসাব করলে মোট ৪ হাজার ৭৪১ জনের স্বাক্ষরের প্রয়োজন পড়ে। সেখানে আমি দেখিয়েছি ৬১৩ জনের স্বাক্ষর।
 
জিরুনা ত্রিপুরাকে ২০২৪ সালের ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কারণে সমালোচনার মুখে পড়েন। 


বিজ্ঞাপন


পরবর্তীতে প্রথমে ২০২৫ সালের ৭ জুলাই সাময়িকভাবে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেয় মন্ত্রণালয়। এরপর ১৪ অক্টোবর তাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়। 

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর