গত দুই দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৮৯ টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ সহ মোট ৪৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৯টি বাস, ১৫৫টি ট্রাক, ১৪৫টি কাভার্ডভ্যান, ১৭৪ টি সিএনজি ও ৫৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৯৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৬টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩৯টি বাস, ৩৩টি ট্রাক, ৫৮ টি কাভার্ডভ্যান, ১২২টি সিএনজি ও ৭৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩০৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, ৮টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৬৬৫টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এমআইকে/এএইচ

