শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন মুন্সী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

hasnat
হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সি। ফাইল ছবি

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে তার প্রার্থিতা বহালই থাকল। 

অন্যদিকে ঋণ খেলাপির অভিযোগে একই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে ইসি।

শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে দুই পক্ষের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোয়নপত্র কেন বাতিল করা হবে না- এ জন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তার সেই আপিল মঞ্জুর হয়েছে।


বিজ্ঞাপন


অন্যদিকে হাসনাতের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। গত ৯ জানুয়ারি এ আবেদন করেন তিনি। কিন্তু সে আবেদনে সাড়া দেয়নি ইসি।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর