রাজধানীর পল্লবীর প্যারিস রোড সংলগ্ন সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট থেকে শরিফুল ইসলাম সুমন নামে ৩২ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার পরিত্যক্ত ওই ভবনটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন পল্লবীর শাহ আলী মার্কেটে মোবাইল মেকানিক হিসেবে কাজ করতেন।
বিজ্ঞাপন
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সুমন। এরপর আর তিনি বাসায় ফেরেননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে আসছিল।
পরে পরিত্যক্ত ভবনে এক যুবকের মরদেহ পড়ে আছে-এমন খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা গিয়ে মরদেহটি সুমনের বলে শনাক্ত করেন। রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঢাকা মেইলকে বলেন, সুমনের মুখ ও মাথা থাতলানো। তবে তাকে গুলি করে নাকি অন্যভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। এটি হত্যা নাকি দুর্ঘটনা শিকার হয়েছেন ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে তা জানা যাবে।
এমআইকে/এমআর

