শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করার আহ্বান শফিক রেহমানের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করার আহ্বান শফিক রেহমানের
শোকসভায় শফিক রেহমান। ছবি: সংগৃহীত

যেভাবেই হোক ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সবার সম্মিলিত সহযোগিতা জরুরি।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক শোকসভায় এসব কথা বলেন শফিক রেহমান।


বিজ্ঞাপন


তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বারবার আশ্বাস দিচ্ছেন যে ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি আনন্দমুখর ও উৎসবের দিন। এই প্রত্যাশা বাস্তবায়নে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শফিক রেহমান আশা প্রকাশ করে বলেন, ভোটের দিন পুলিশ বাহিনী ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভোটকেন্দ্রগুলো সত্যিকার অর্থেই উৎসবমুখর হয়ে উঠবে। তিনি বলেন, মানুষ যেন সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিই হওয়া উচিত সবার লক্ষ্য।

তিনি আরও বলেন, আজকের এই শোকসভাকে অর্থবহ করতে হলে শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সহিংসতার মাধ্যমে যেন পুরো জাতির নির্বাচন নিয়ে আশা নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে এই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন।


বিজ্ঞাপন


শোকসভায় দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর