শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শোকসভা শান্তিপূর্ণ রাখতে সংসদ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

শোকসভা শান্তিপূর্ণ রাখতে সংসদ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের গাম্ভীর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর থেকেই সংসদ ভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব এবং আনসার সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। প্রবেশপথগুলোতে স্থাপন করা হয়েছে নিরাপত্তা চেকপোস্ট, যেখানে আগতদের পরিচয়পত্র এবং আমন্ত্রণপত্র যাচাই করা হচ্ছে। বিশেষ কার্ড ছাড়া কোনো ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। 


বিজ্ঞাপন


সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল প্রবেশমুখে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ভেতরের অংশে র‌্যাবের টহলদল এবং আনসার সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। পাশাপাশি সাদা পোশাকে রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। তারা আশপাশের এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নজর রাখছেন।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোকসভায় অংশগ্রহণকারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সেলফি না তোলা, হাততালি না দেওয়া এবং মঞ্চে না ওঠার পাশাপাশি অনুষ্ঠানে নীরব উপস্থিতি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

শুক্রবার দুপুর ৩টা ৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও শোকসভায় অংশগ্রহণ করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পুরো শোকসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তাদের তৎপরতা অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তা ও সংযমের মাধ্যমে অনুষ্ঠানটি কোনো অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হবে না।


বিজ্ঞাপন


এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর