ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ২ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষা এবং ১১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
মোট ৩২ জন প্রার্থী এই পদে সফল হয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঠিকানায় বিস্তারিত শর্তাবলি এবং নিয়োগপত্র পৃথকভাবে ডাকযোগে বা নির্দিষ্ট মাধ্যমে পাঠানো হবে। পাশাপাশি, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের এসএমএস পাঠানো হবে।
বিজ্ঞাপন
বিস্তারিত ফলাফলের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে তথ্য দেখার আহ্বান জানানো হয়েছে।
এম/ক.ম

