আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটার অধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ধর্মীয় নেতাদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীতে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মহেশখালী বিআরডিবি হলরুমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আইএসডিই বাংলাদেশ-এর উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইএফইএসের সহযোগিতায় এই আয়োজন হয়।
সভায় আইএসডিই বাংলাদেশ-এর কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। তিনি নির্বাচন প্রক্রিয়া, ভোটার অধিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিজ্ঞাপন
আলোচনায় অংশ নেন মওলানা আবুল মনসুর, মওলানা আবু তৈয়ব, মওলানা আবদুর রহমান, মহেশখালী হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি জেমসন বডুয়া, মহেশখালী উপজেলা গীতা প্রচার সংঘের সভাপতি সন্তোষ কুমার পাল, তুষার কান্তি দে, দয়ানন্দ মহাথেরো, আইএসডিই’র মনিটরিং অ্যান্ড লার্নিং অফিসার সুপম বডুয়া, কর্মসূচি কর্মকর্তা কামাল উদ্দিন, উপজেলা ব্যবস্থাপক মনজুর আলম এবং সাংবাদিক সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাঁদের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন ভোটার, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার অধিকার ও নির্বাচন বিষয়ে সচেতনতা বৃদ্ধি সম্ভব। একই সঙ্গে নির্বাচনের সময় গুজব ও ভুল তথ্য প্রতিরোধে ধর্মীয় নেতাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা ভোটার সচেতনতা কার্যক্রমে ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে ভোটার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় মসজিদের ইমাম, পুরোহিত ও ভান্তেসহ বিভিন্ন ধর্মের মোট ৩৩ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
আইএসডিই বাংলাদেশ কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলায় অন্তর্ভুক্তিমূলক ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, যার লক্ষ্য একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।
এমআর/ক.ম

