পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা এ কর্মসূচি হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা মসজিদের সামনে জড়ো হন।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও বিচার প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। এতে নিহতের পরিবার যেমন ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি সমাজে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে। অবিলম্বে তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা বলেন, নৃশংস হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে অপরাধীরা উৎসাহিত হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।
মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিজ্ঞাপন
এম/ক.ম

