শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অপারেশন ডেভিল হান্ট: রাজধানীতে গ্রেফতার ৪৯

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

অপারেশন ডেভিল হান্ট: রাজধানীতে গ্রেফতার ৪৯

চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে আরও ৪৯ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা।

ডিএমপি জানায়, এদিন অভিযান চালিয়ে মুগদা থানা পুলিশ ১৮ জন, যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৪ জন এবং রূপনগর থানা পুলিশ ১৪ জনকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


মুগদা থানা সূত্র জানায়, থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. মানিক (৩২), মো. ওসমান (২৪), মো. আল আমিন হোসেন ওরফে ফারহান (৩২), মো. রফিকুল ইসলাম শাওন (২৩), মো. হৃদয় (২০), মো. মেহেদী হাসান (২০), মো. হেলাল উদ্দিন শুভ (২০), মো. স্বপন (১৯), মো. শামীম (১৯), মো. গোলাম রাব্বি (২৪), চাল্লি রানা (৩২), মো. আবির হোসেন (২২), মো. নাসির (৩০), মো. নাজমুল হোসেন (২৫), মো. উসমান গনি (৪৪), মো. জনসন মিয়া (৪২), মো. মিন্টু মিয়া (৫৫) ও নাজিম উদ্দিন নাজু (৪১)।

যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, একই দিনে যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- শিশির মিয়া (২২), মো. রাজিব মিয়া (৩০), মো. জামাল মাতবর ওরফে তুহিন (২৬), মো. শরীফ (২৮), মো. শাহীন (৩৮), শাফি (২৫), জয় (২৫), মো. রাসেল মিয়া (২৭), মো. রাকিব (২৬), মো. মনিরুল ইসলাম রাব্বী (২৮), মো. সুমন (২৮), মো. রিপন হোসেন (৪৫) ও মো. আলী হোসেন (১৯)।

এদিকে শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন এবং রূপনগর থানা ১৪ জনকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


শেরেবাংলা নগর থানায় গ্রেফতাররা হলেন- মো. শাহজাহান (২৩), মো. শেখ মোরশেদ (২৭), মো. তুহিন ওরফে মরন ইসলাম (২৪) ও মো. তানভীর হোসেন (১৮)।

আর রূপনগর থানায় গ্রেফতাররা হলেন- বাধন (২৮), মো. মাজহারুল ইসলাম (৩৯), মো. ফিরোজ দেওয়ান (২৮), মো. শাহীন (২৮), মো. আরিফ জমাদ্দার (২৩), মো. হারুন সোয়েল (৪৫), মো. বিল্লাল হোসেন (৩০), মো. কাজল জমাদ্দার (৩৫), মো. ইসমাইল (৪৫), মো. মোতালেব হাওলাদার (৫০), মো. সবুজ (২৮), মো. আব্বাস আলী (৩৮), মৃন্ময় (২২) ও নুর ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর