শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খুনিদের সঙ্গে কোনো সমঝোতা নয়, একমাত্র জায়গা জেলখানা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

শেয়ার করুন:

খুনিদের সঙ্গে কোনো সমঝোতা নয়, একমাত্র জায়গা জেলখানা: প্রেস সচিব
সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘খুনিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা তথাকথিত রিকনসিলিয়েশনের আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে অনুশোচনা কিংবা ক্ষমা চাওয়ার কোনো বার্তাও পাওয়া যায়নি। তাদের মধ্যে অনুতাপের কোনো লক্ষণ নেই। খুনিদের একমাত্র জায়গা জেলখানা, এখানে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না।’

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কল্লা শহীদ মাজার পরিদর্শনের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


প্রেস সচিব বলেন, ‘যারা শহীদের রক্ত নিয়ে রাজনীতি করে এবং তা নিয়ে মশকরা করে, তাদের এই সমাজে কোনো স্থান নেই।’

কঠোর ভাষায় তিনি আরও বলেন, ‘খুনিদের জায়গা সমাজে নয়, তাদের স্থান কেবল জেলখানায়।’

গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘জনগণের মধ্যে গণভোট নিয়ে এখন যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। মানুষ সবকিছু বোঝে এবং জানে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জনগণ গণভোটে অংশ নিয়ে বিপুলভাবে ‘হ্যাঁ’ ভোট দেবেন। তার ভাষায়, এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই স্বৈরাচার, অপশাসন এবং গত ১৬ বছরের খুনের রাজনীতির বিরুদ্ধে জনগণ স্পষ্ট বার্তা দেবে। দেশকে এগিয়ে নেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এই ভোট সবার জন্যই গুরুত্বপূর্ণ।’


বিজ্ঞাপন


আসন্ন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘এ বছর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ হবে। অতীতে বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা কিংবা জেলে পাঠানোর নজির ছিল। কিন্তু এবার নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে।’

এদিকে শফিকুল আলম আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর