বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সব দেশের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

সব দেশের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল বাংলাদেশ
ছবি: এআই

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

নির্বাচনের আগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্রকে এ রকম একটা নির্দেশনা দেওয়া আছে। আসলে আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক, তারা এসে হাজির হয়ে যেতে পারে। আমরা সব তো ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুক, যদি আসতে চান। যাদের উদ্দেশ্য ঠিক থাকবে, তাদেরকে আমরা আসতে দেব। কিন্তু হুট করে কেউ যাতে হাজির হয়ে না যায়।’


বিজ্ঞাপন


এদিকে যেসব দেশের নাগরিকরা বাংলাদেশে এতদিন ‘অন অ্যারাইভাল’ বা ‘আসার পর ভিসা’ পেয়ে এসেছেন, তাদের উদ্দেশে ইতোমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করতে দেখা গেছে ওইসব দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেইজে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস বাংলাদেশ ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ থাকবে। 
 
-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর