বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিমানের পরিচালক হলেন সরকারের ৩ গুরুত্বপূর্ণ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ এএম

শেয়ার করুন:

Biman
ছবির বা থেকে খলিলুর রহমান, মাঝে ফয়েজ আহমদ তৈয়্যব এবং ডানে আখতার আহমেদ।

অন্তর্বর্তী সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অর্থাৎ পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

তারা হলেন- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।


বিজ্ঞাপন


বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি)-এর আওতায় খলিলুর রহমান, ফয়েজ আহমদ তৈয়্যব এবং আখতার আহমেদকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ দেশের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির নীতিনির্ধারণ, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 


বিজ্ঞাপন


সংশ্লিষ্টরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের এই তিন কর্মকর্তার অন্তর্ভুক্তিতে সংস্থাটির প্রশাসনিক ও নীতিগত সমন্বয় আরও জোরদার হবে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর