বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ট্রাফিক পুলিশের উপর হামলাকারী দুজন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

ট্রাফিক পুলিশের উপর হামলাকারী দুজন গ্রেফতার

জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালের সামনের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতাকারী অবৈধ দোকান উচ্ছেদকালে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- হাফিজুল শেখ (৪২) এবং জাহিদুল ইসলাম (৫০)। 

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সূত্র জানায়, গ্রেফতার দুজনসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জন হাতে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে সার্জেন্ট মো. আরিফুজ্জামানসহ তার সঙ্গে ট্রাফিক সহায়তাকারীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইলিগ্যাল আর্মস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় বাংলামোটর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 


বিজ্ঞাপন


গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর