ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮০ গ্রাম (৫৮ ভরি) স্বর্ণসহ গিয়াস উদ্দিন (৪৬) নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে বিমানবন্দরের আগমনী-২ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
এপিবিএন সূত্র জানায়, ক্যানোপি এলাকায় ওই যাত্রী ঘোরাঘুরি করছিল। তার গতিবিধি সন্দেহজনক হয় এপিবিএন সদস্যদের। পরে তাকে ডেকে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে যাওয়া হয়। পরে শরীর তল্লাশিকালে তার গলায় ঝুলানো হাজীদের ব্যাগ থেকে ৬৮০ গ্রাম ২১ ক্যারেট মানের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে বাংলাদেশি ৭৭ হাজার ৫৫০ টাকা এবং ১৬ হাজার ১২৫ সৌদি রিয়ালও উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গিয়াস উদ্দিন জানান, তিনি ওমরাহ হজ কাফেলার একজন মোয়াল্লেম। ওমরাহ হজ্ব পালন শেষে সৌদি আরব থেকে বুধবার সকালে তিনি বাংলাদেশে পৌঁছান। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন ওমরাহ হজযাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করেন বলে স্বীকার করেন তিনি।
এপিবিএন আরও জানায়, আটক ব্যক্তি বিমানবন্দরে সক্রিয় একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, স্বর্ণ চোরাচালানকারীরা বিভিন্ন রূপ ধারণ করে তাদের অপরাধ সংঘটন করে থাকে। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে এয়ারপোর্ট এপিবিএন সর্বদা তৎপর রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এমআইকে/এএস

