রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, বাবুল ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ভোরে কাজলা এলাকায় রাস্তায় রিকশা নিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাবুল নারায়ণগঞ্জের মদনপুর এলাকার বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন।
বিজ্ঞাপন
ঘটনার প্রত্যক্ষদর্শী ও রিকশার যাত্রী মো. নয়ন সরকার জানান, ভোরে মালামাল নিয়ে বাবুলের রিকশায় করে যাত্রাবাড়ী গিয়েছিলেন তিনি। ফেরার পথে কাজলা টোলপ্লাজার কাছে রিকশাটি বিকল হয়ে গেলে চালক সেটি টেনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নয়ন রিকশার পেছনে হাঁটছিলেন।
হঠাৎ একটি কাভার্ড ভ্যান একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাচালক বাবুলের ওপর উঠে যায়। ঘটনার পরপরই ভ্যানচালক দ্রুত পালিয়ে যায়। পরে নয়ন নিজ উদ্যোগে আহত বাবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুলের স্ত্রী বিউটি আক্তার জানান, অটোরিকশাটি তার স্বামীর নিজের ছিল। ভোর পৌনে ৫টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর কিছুক্ষণ পরই সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর আসে।
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় রাজধানীর হানিফ ফ্লাইওভারে লম্বা যানজট সৃষ্টি হয়। যাত্রাবাড়ী থেকে গুলিস্তান ও চানখারপুল পর্যন্ত জ্যাম ছড়িয়ে পড়ে।
এমআর/এমআই

