বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিজিবি’র ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক, বান্দরবান, সাতকানিয়া থেকে:
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

BGB Dhakamail
বিজিবি’র ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ চলছে। ছবি: ঢাকা মেইল

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ চলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় এ কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার নবীন সদস্য দেশমাতৃকার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার দীপ্ত শপথ গ্রহণ করতে প্যারেডে অংশ নিয়েছেন। 


বিজ্ঞাপন


চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান 'বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)’ এর ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ চলছে এ অনুষ্ঠান। 

 প্রধান অতিথি অনুষ্ঠানে হাজির হলে তাকে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে নবীন সৈনিকরা তাকে বরণ করেন। এরপর তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট উপস্থিত রয়েছেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অনুষ্ঠানে 

 উপদেষ্টা নবীন সৈনিকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন।

এমআইকে/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর