লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ বালারহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ১৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবারের ওই বৈঠকে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এবং ভারতের ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কে কে রাও অংশগ্রহণ করেন।
পতাকা বৈঠকে সীমান্ত পিলার ৯৩৪ সংলগ্ন সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে চলমান রাস্তা সংস্কার কার্যক্রম নিয়ে বিজিবি পক্ষ থেকে আপত্তি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কোনো নির্মাণ বা সংস্কার কার্যক্রম গ্রহণের পূর্বে বিজিবিকে অবহিত করা এবং উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে জয়েন্ট সার্ভে টিমের মাধ্যমে কাজের স্থান পরিদর্শনের প্রস্তাব উত্থাপন করা হয়।
জবাবে বিএসএফ জানায়, সংশ্লিষ্ট স্থানে বর্তমানে কেবল রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে এবং কোনো ধরনের রাস্তা প্রশস্তকরণ কার্যক্রম নেই। ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণ বা অনুরূপ কোনো কার্যক্রম গ্রহণের আগে বিজিবিকে অবহিত করা হবে।
এ ছাড়াও বৈঠকে বাংলাদেশ অংশে শিমুলবাড়ী বিওপি সংলগ্ন নাগেশ্বরী সংযোগ সড়ক পাকাকরণ বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে বিএসএফ পক্ষ প্রস্তাবনা প্রাপ্তিসাপেক্ষে নৈতিক বিবেচনার আশ্বাস প্রদান করে।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘সীমান্ত নীতিমালা ও দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে কোনো কার্যক্রম গ্রহণ বিজিবি কখনোই মেনে নেবে না। সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা কঠোর ও পেশাদার অবস্থানে থাকবে।’
জেবি

