বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বাড্ডার অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

arrest
বাড্ডার অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার। (প্রতীকী ছবি)

রাজধানীর বাড্ডা এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. শফিকুল ইসলাম হেলালকে (৩৭) গ্রেফতার করেছে র‍্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলিও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার হেলাল রাজধানীর বাড্ডা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

এ বিষয়ে আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উত্তরার র‌্যাব-১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ।

র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত অস্ত্রের ব্যাপারে তদন্ত চলছে।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর