মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতিতে থাকার অধিকার নেই: ইশরাক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতিতে থাকার অধিকার নেই: ইশরাক
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলতে চায় এবং জাতীয় সংগীত, বিজয় দিবস ও স্বাধীনতা দিবস মানতে চায় না তাদের শুধু রাজনীতিতে নয়, বাংলাদেশের নাগরিকত্ব থাকার নৈতিক অধিকার নেই।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর গোপীবাগ এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ইশরাক হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করে সব রাজনৈতিক দলকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য। কিন্তু সেই উদারতার সুযোগ নিয়ে আজ একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে এবং দেশের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করতে চাইছে।

তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যখন আবার গণতন্ত্রের পথে ফিরে এসেছি, তখন কেউ কেউ সেই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের দখলে নিয়ে ‘সেকেন্ড রিপাবলিক’ গঠনের কথা বলছে। কিন্তু বাংলাদেশ যদি না থাকতো, তাহলে এই গণঅভ্যুত্থান কোথা থেকে আসত?

মুক্তিযুদ্ধের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘যারা এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা তাদের অবদান খাটো করার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে দেশের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আগামী ১২ ফেব্রুয়ারি অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ যেমন গণতন্ত্রের জন্য হয়েছিল, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানও হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আর গণতন্ত্রের প্রথম শর্ত হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান, ধনী-গরিব, শ্রমিক-চিকিৎসক সবার দেশ। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ—এরপর রাজনীতি।

ভোটারদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এমন একটি সরকার গঠন করবেন, যাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর