মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

৭০ বোতল মাদকসহ তিনজন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

৭০ বোতল মাদকসহ তিনজন গ্রেফতার

রাজধানীর মগবাজার এলাকা থেকে ৭০ বোতল ইসকুফ সিরাপ ও দুইটি মোটরসাইকেলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ভারতে কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হলেও ইসকুফ সিরাপ দিয়ে নেশা করাটা মহামারির মতো আকার ধারণ করেছে। নেশাদ্রব্য হিসেবে ব্যবহারের কারণে ভারত এরই মধ্যে নিষিদ্ধ করেছে এটি। তবে সীমানা পেরিয়ে মাদকটি জায়গা নিয়েছে বাংলাদেশেও।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- রবিউল ইসলাম (৪৬), মো. পারভেজ হোসেন (২২) ও মো. অমিত ভূঁইয়া (২৬)। 

পুলিশ জানায়, সোমবার রাতে হাতিরঝিলের মগবাজার রেল ক্রসিং সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি এলাকায় অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। 

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর