ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরো ৪১ জন।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে তৃতীয় দিনের আপিল আবেদনের শুনানিতে তারা প্রার্থিতা ফিরে পান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশন শুনানিতে ছিলেন।
বিজ্ঞাপন
শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, তৃতীয় দিনে মোট ৭১টি আপিল আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর হয়েছে। নামঞ্জুর হয়েছে ২৫টি আবেদন। একজন অনুপস্থিত ছিলেন। অপেক্ষমাণ আছে ৪টি আপিল।
এর আগে গত শনিবার ও রোববার ১০৯ জন প্রার্থিতা ফিরে পান। মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন অবৈধ হয়েছিলেন। এর মধ্যে আপিল করেছেন ৬৪৫ জন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করা হবে এসব আবেদন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এবারের ভোটে কতজন লড়াইয়ে থাকবেন সেদিনই তা চূড়ান্ত হবে।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এমআর

