রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানির আধাবলোয় ৩৬টি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
ইসি জানায়, আজ সোমবার সকাল থেকে আপিল শুনানিতে দুপুর পর্যন্ত ৩৬টি আপিল আবেদনে শুনানি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ১৯টি মঞ্জুর ১৩টি না-মঞ্জুর এবং ৪টি অনিষ্পন্ন রাখা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি চলবে।
>> আরও পড়তে পারেন
জামায়াতের প্রার্থী ফজলুল হকের আপিল নামঞ্জুর, অংশ নিতে পারবেন না ভোটে
আপিল শুনানির দ্বিতীয় দিনে (রোববার) ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে ৭টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। আরও প্রথম দিনে মধ্যে ৫২ আপিল মঞ্জুর করে। যার মধ্যে ৫১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ও এজনের মনোনয়ণপত্র বাতিল করে ইসি। আর ১৫ জন প্রার্থীর আপিল না মঞ্জুর হয়। এছাড়া তিনজন জন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রাখে ইসি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এএস

