প্রতি লাখ টাকায় মাসে ২ থেকে ৩ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এর মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূলহোতা মো. আক্তারুল ইসলাম বিল্লালকে (৪০) গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ। শনিবার পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
মুগদা থানা পুলিশ সূত্র জানায়, অর্থ আত্মসাৎ মামলার মূল অভিযুক্ত আক্তারুল ইসলাম বিল্লালকে গ্রেফতার করা হয়। আক্তারুল ও তার স্ত্রী নার্গিসের নেতৃত্বে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করতো বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, তারা উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা জমা নিত এবং সেই অর্থ উচ্চ সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ হিসেবে বিতরণ করত। তবে নির্ধারিত সময় শেষে আমানতকারীদের প্রতিশ্রুত লভ্যাংশ কিংবা মূলধন ফেরত দেওয়া হতো না। এভাবেই প্রতারণার মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ সংক্রান্ত একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আক্তারুল ইসলাম বিল্লালের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় অন্তত তিনটি প্রতারণা মামলা রয়েছে।
বিজ্ঞাপন
এমআইকে/এফএ

